সোশ্যাল বার্তা: গতবছর ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের কথা মাথায় রেখে ৭ই জুলাই বেহালা থেকে যে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ সূচনা করেছিল বেহালা ইস্টবেঙ্গলিয়ান্স, তাতে আপামর কোলকাতা তথা পশ্চিমবঙ্গবাসি যেভাবে অংশ গ্রহণ করে ছিল সেটাকে সামনে রেখে তারা এই বিশেষ দিনটিকে জন্মদিন হিসাবে পরিকল্পনা করে ।
বর্তমান করোনা পরিস্থিতিতে এবং সরকারি বিধি-নিষেধের কথা মাথায় রেখে সংস্থার সকল সদ্যসরা ঠিক করে ছিলেন এবছর তাদের অনুষ্ঠানটিকে একটি ডিজিটাল প্লাটফর্মের উপর করবেন যেটা কলকাতায় এটা প্রথম বার হবে, সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয় এবং সারাদিন ব্যাপী চলে এই অনুষ্ঠান ।
যেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলাররা যেমন- ঘানা থেকে আসিয়ান কাপ জয়ী অধিনায়ক সুলে মুসা, সুদূর ব্রাজিল থেকে ডগলাস ডি সিলভা, কেরালা থেকে ম সুরেশ, আলভিটো, সঞ্জু প্রধান, ফাল্গুনী দত্ত, সূর্য বিকাশ চক্রবর্তী, মেহেতাব হোসেন, অভ্র মন্ডল, চন্দন দাস, মোহাম্মদ রফিক, জয়ন্ত সেন, সামাদ আলী মল্লিক, রহিম নবী, অভিষেক দাস, এবং প্রাক্তন ফিজিও ট্রেনার গার্সিয়া, তাঁদের শুভেচ্ছা বার্তা পাঠান।
এ ছাড়াও পশ্চিমবঙ্গ তথা কলকাতার বাইরে থেকে ও প্রচুর ইস্টবেঙ্গল অনুগামীরা তাদের বিভিন্ন অনুভূতির কথা আলাপ আলোচনার করেন সারাদিন এবং সঙ্গে ছিলেন সংস্থার সদস্যরা ।
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য বেহালা ইস্টবেঙ্গলীয়ান্স গত এক বছর বিভিন্ন বিনোদন ও সমাজকল্যান মূলক কাজ করে চলেছে । করোনার মোকাবিলায় বেহালাার সাধারণ প্রান্তিক মানুষের পাশে এবং অাম্ফান কবলিত মানুষদের পাশে তারা দাঁড়িয়েছেন ।
সংস্থার অন্যতম একজন সদস্য জানান – আগামীদিনে সাধারণ মানুষের পাশে থাকতে তারা অঙ্গীকারবদ্ধ ও এইভাবেই তারা বেহালা ও পার্শবর্তী এলাকার সকল ইস্টবেঙ্গল অনুগামীদের নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।