স্যানিটাইজার না এসে পোঁছনোয় চাল বিলির সঙ্গে অন্যান্য দাবিতে ডেপুটেশন শিক্ষকদের

Social

রায়গঞ্জঃ স্কুলগুলিতে স্যানিটাইজার না এসে পৌঁছনোয় ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের চাল, ডাল, আলু বিলি করতে পারেননি শিক্ষকেরা। সেই ঘটনার প্রতিবাদে চোপড়া সার্কেলের স্কুল পরিদর্শককে ডেপুটেশন দিলেন তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। বৃহস্পতিবার এস আই অফিসে গিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়েছে। বাজারদর অনুযায়ী আলুর দাম প্রদান করতে হবে এবং ঠিক সময়ে স্যানিটাইজার প্রদান না করলে শিক্ষকদের কি করণীয় তা জানাতে হবে। এই বিষয়গুলোকে সামনে রেখে বেশ কয়েক দফা দাবিতে বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দেওয়া হয়েছে।

সংগঠনের ব্লক সম্পাদক নুরুল ইসলাম জানান, সংশ্লিষ্ট দাবিগুলোর পাশাপাশি ওই স্মারকপত্রে তারা জানতে চেয়েছেন, চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন গ্র্যান্ট সরবরাহ করা হয়নি কেন এবং অবিলম্বে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করতে হবে অথবা সেই দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি দিতে হবে। অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তাদের আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply