কৃষ্ণনগরের বাগাডাঙ্গা বারোয়ারিতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

Social

মলয় দে, নদীয়া :এলাকার যুবকদের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো কৃষ্ণনগর বাগাডাঙ্গা বারোয়ারি প্রাঙ্গণে।

করোনা আবহের জেরে বর্তমানে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবনে। ভয়াবহ এই পরিস্থিতিতে অসুস্থ হলেও সাধারণ মানুষ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা করতে যেতে আতঙ্কিত হয়ে পড়ছেন। যার ফলে অসুস্থ হলেও চিকিৎসা করতে যেতে পারছেন না গ্রাম বাংলার বহু মানুষজন। সেই দিকে নজর রেখে রবিবার দুপুরে কৃষ্ণনগরের ১৬ও১৭ নম্বর ওয়ার্ডের যুবকদের উদ্যোগে বাগাডাঙ্গা বারোয়ারির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সম্পূর্ণ বিনামূল্যের স্বাস্থ্য শিবির।

স্থানীয় যুবকদের এই উদ্যোগে ওই এলাকার বহু বাসিন্দা চিকিৎসা করাতে আসলেন এদিনের এই স্বাস্থ্য শিবিরে। এতদিন যারা অসুস্থ থাকলেও করোণা আতঙ্কের কারণে কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করতে যেতে সাহস পাননি। স্থানীয় এলাকার যুবকদের এই উদ্যোগের স্বাভাবিকভাবেই খুশি ওই এলাকার বাসিন্দারা।

Leave a Reply