মলয় দে, নদীয়া:- কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের আদি ভিটা কিনে জলেশ্বর ঘোষ ফেলে রেখেছিলেন বহুদিন। পরবর্তীতে ফনি মিস্ত্রি কিছুদিন আগেই জঙ্গলের একাংশ কেটে বাড়ি শুরু করেছেন সবেমাত্র।
গতকাল রাতে ওই এলাকারই বাসন্তী দেবনাথ স্বপ্নাদেশ পান “তার বাড়ির সন্নিকটে ফনি মিস্ত্রির ওই জমিতে একটি শিবলিঙ্গ আছে সেটার কথা কেউ জানে না, ওই শিবলিঙ্গ ভক্তবৃন্দের মাঝে পুজো করে মন্দির বানিয়ে সমগ্র হরিপুর বাসির মঙ্গল কামনা করতে । সামনে শ্রাবণ মাস ওখানেই এবার থেকে জল ঢালার ব্যবস্থা হোক।”
ভোরের স্বপ্ন সফল হয়েছে বলেই দাবি করেন বাসন্তী দেবী তিনি সকালে স্নান করে এলাকার সকলকে জানিয়ে ওই এলাকায় খনন করে জনসমক্ষে আনেন ১৫ ইঞ্চি লম্বা ১২ ইঞ্চি ব্যাসের ওই শিবলিঙ্গটি।এলাকার এবং বহিরাগত বহু ভক্তবৃন্দ উপস্থিত হোন পুজো দিতে। স্থানীয় এলাকাবাসী কীর্তন এবং মহোৎসবে প্রসাদ এর ব্যবস্থা করেন। ঘটনাস্থলে প্রশাসন পৌঁছে পারস্পরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন।
যদিও এ বিষয়ে বিজ্ঞান কর্মী এবং সাধারন জনগনের একাংশ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।