বালুরঘাটঃ দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ঢাকঢোল ও ছোট দামোদরপুর এলাকার টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রসাশনিক কর্তারা। এই দলে ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রনব ঘোষ, মহকুমা আধিকারিক মনতোষ মন্ডল সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও সৈপা লামা , কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী কুশমন্ডির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস , অব্দুল কদের মিঞা সহ অরো অনেকেই। টাঙ্গন নদীতে জলস্তর অনেকটা বেড়ে যাওয়ায় বাঁধের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। এই টিমের এস কর্তা জানান, বাঁধের অবস্থা খুব খারাপ নেই। কিছু এলাকায় বাঁধের মেরামতের প্রয়োজন রয়েছে। জরুরী ভিত্তিতে সেগুলি যুদ্ধাকালীন পরিস্থিতিতে মেরামত করা হবে।