সাপ ধরা কে কেন্দ্র করে দীর্ঘক্ষন বনদপ্তরের তাল বাহানা নিয়ে লঙ্ঘিত হলো সোশ্যাল ডিস্ট্যান্স

Social

মলয় দে, নদীয়া:-নদীয়া জেলার শান্তিপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের নবীন পল্লী এলাকায় আজ সকাল আটটা নাগাদ বিরাট বড় আকারের একটি গোখরো সাপ দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই এলাকারই সত্যজিৎ বিশ্বাস এবং রনজিত বিশ্বাস দুই ভাই একটি বস্তার মধ্যে ঢোকাতে সমর্থ হয়।

এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী শান্তিপুর বাহাদুরপুর ফরেস্ট এর দায়িত্বে থাকা আধিকারিক এবং কৃষ্ণনগর বনদপ্তর এর আধিকারিকের কাছে দীর্ঘ এক ঘন্টা ফোন করার পর, অবশেষে শান্তিপুরের আধিকারিক ফোন ধরলেও , তিনি জানান একটিমাত্র সাপ ধরার জন্য অতদূর যাওয়া সম্ভব নয়! অথচ কৃষ্ণনগর বনদপ্তর এর আধিকারিক জানান এই কাজটি শান্তিপুরের বাহাদুরপুরের  ডিউটির মধ্যে পড়ে। এভাবে সময় কেটে যায় আরও দু ঘন্টা।

অন্যদিকে সাপটি দেখতে এলাকায় সোশ্যাল ডিস্ট্যান্স না করে জমা হয় প্রায় পাঁচশত আগ্রহী মানুষ। তাঁরা প্রশ্ন তোলেন ভাবতেও অবাক লাগছে! বনদপ্তর এর অর্ধেক কাজ অর্থাৎ সাপ ধরার কাজ শেষ করার পরেও তাদের হাতে তুলে দেওয়ার জন্য এতক্ষণের প্রতীক্ষা! সকাল এগারোটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত আসেনি বনদপ্তর এর কোনো প্রতিনিধি। বিষয়টি নিয়ে যথেষ্ট বিক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Leave a Reply