মলয় দে নদীয়া:-নদীয়া জেলার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত কুতুবপুর গ্রামে মহারাষ্ট্র থেকে আগত এক তেইশ বছরের যুবক পরিযায়ী শ্রমিক গত ২ তারিখে ফেরে শান্তিপুর। ওই গ্রামেরই ইনস্টিটিউশনাল কোয়ারান্টিনে থাকে সে।
কিন্তু বন্ধুত্তের কাছে হার মেনেছে করোনা আতঙ্কও। তাও যদি এক গ্লাসের বন্ধুত্ব হয়, তো কথাই নেই! ওই দিন রাতেই কোয়ারেন্টাইন সেন্টারের ভেতরেই পাড়ার ওই ঘনিষ্ঠ সাথে বসে চলে মদ্যপান। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীর বিক্ষোভে ওই বন্ধুর পরিবারের মতে তাকেও রাখা হয় কোয়ারেন্টটাইন সেন্টারে।
মাত্র একদিন থাকার পর শুক্রবার বিকাল চারটে নাগাদ কাউকে না বলেই আমের ব্যবসার টাকা আনার নাম করে শুধু কলকাতা থেকে প্রেমিকাকে বিয়ে করে নিয়ে আসে গ্রামে। আবারো উত্তেজনা তৈরি হয় তাকে ঘিরে। শনিবার সকালে স্থানীয় প্রশাসন এসে ওই বন্ধুর নতুন বউ সহ পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়।