বিয়ের পিঁড়িতে N.R.C – র প্রতিবাদ

Social

প্রীতম ভট্টাচার্য : মাঘ মাস বিয়ের মাস। পরিকল্পনা চলছিলো দুই বাড়িতেই।তাড়াতাড়ি দুটো হাত এক করতে হবে। হৃদয়ে প্রজাপতি ডানা মেলে উড়বে। কৃষ্ণনগরের নগেন্দ্রনগরের বাসিন্দা রাজকুমার প্রামানিকের একমাত্র পুত্র সুজাত প্রামানিক ও চাকদহ এলাকার পাত্রী শাশ্বতী দাসের বিয়ের আসরে এন, আরসি বিরোধী পোষ্টার।

সুজাত ৭ নংওয়ার্ডে ডি,ওয়াই, এফ, আই – এর সদস্য আর শাশ্বতী এস,এফ, আই জেলা কমিটির সদস্য। দুজনেই ছাত্ররাজনীতির সংগ্রামী প্রতিভা। ছোটো থেকেই রাজনীতির অন্দরে বড় হওয়া। সুজাতের বাবা প্রাক্তন সরকারী কর্মচারী,মা স্কুল শিক্ষিকা, সুজাত নিজে ব্যবসায়ী। প্রতিবাদী কন্ঠ তার রক্তে।

কিন্তু বিয়ের পাত্র- পাত্রীর N.R.C বিরোধী প্রতিবাদ কৃষ্ণনগরে ও সারা ভারতে রাজনীতির অন্দরে এক অন্য নজির সৃষ্টি করলো তাদের নব বৈবাহিক জীবনে। বিয়ে বাড়িতে আসা প্রত্যেক মানুষ তাদের এই প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছে।

Leave a Reply