করোনা সচেতনা ও মাস্ক বিতরণে পুলিশ প্রশাসন

Social

অঞ্জন শুকুল, কৃষ্ণগঞ্জ : সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ । সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে চলছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি । পুলিশ প্রশাসনও নিয়ম শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন সেবামূলক কাজে । রক্তদান শিবির , ভবঘুরেদের খাবার প্রদান, অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ সহ করোনা বিষয়ে সচেতনতায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে চলেছে ।

সোমবার নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার উদ্যোগে কৃষ্ণগঞ্জের সাধারণ মানুষকে মধ্যে মাস্ক বিতরণ করা হয়। প্রশাসনের তরফ থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডের মানুষকে করোনার গুরুত্ব বুঝিয়ে মাস্ক পরার জন্য অনুরোধ করা হয় । এক জায়গায় বেশী লোক যাতে জমায়েত না হয় সে বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয় ।

এই মহতী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার জাফর আজমল কিঁদওয়াই (আই. পি. এস), অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কালিকা, ডিএস পি হেডকোয়ার্টার কৌশিক বসাক , সি আই নীহাররঞ্জন রায় ও কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি রাজ শেখর পাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক গন। পুলিশের এই ভূমিকায় খুশি স্থানীয় জনসাধারণ ।

Leave a Reply