মলয় দে, নদীয়া:- রবীন্দ্র সমসাময়িক কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম জয়ন্তী উদযাপিত হলো আজ নদীয়ার শান্তিপুরে ৷ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত নদীয়ার শান্তিপুরের একদা বর্দ্ধিষ্ণু অঞ্চল হরিপুরে জন্ম গ্রহন করেন ৷
বাংলা সাহিত্যের অন্যতম কবি সাহিত্যিক যতীন্দ্রনাথ সেনগুপ্ত একাধারে ইঞ্ছিনীয়ার , সুগায়ক এবং অভিনেতা ছিলেন ৷ রবীন্দ্রনাথের সময়েও রবীন্দ্র প্রভাবমুক্ত যে কয়েকজন বাঙালী কবি ছিলেন তাঁদেরমধ্যে অন্যতম কবি যতীন্দ্রনাথ ।এহেন কবির স্মরণে বেশ কয়েক বছর আগে গঠিত হয়েছে শান্তিপুর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি ৷ ঐ কমিটির পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরেই কবির পৈতৃক ভিটাতে ১৩ই আষাঢ় কবির জন্মদিনটিকে উদযাপন করা হয় ৷ করোনা আবহে এবছর একটু অন্যরকম ভাবে পালন করা হয় ৷
কবির জন্মদিন উপলক্ষে গতকাল সকালে কবির পৈতৃক ভিটাতে মাল্যদান করার পর স্থানীয় একটি লজে শান্তিপুরের যেসব সামাজিক সংগঠন করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁদের সম্মান জ্ঞাপন করা হয় ৷ যতীন্দ্রনাথ স্মৃতি রক্ষা কমিটির পক্ষে সুমন্ত ব্যানার্জী জানান যে কবি বসতবাড়ী দখল হয়ে যাচ্ছে, তাঁর ব্যবহৃত জিনিসগুলিও নষ্ট হয়ে যাচ্ছে ৷ তাঁরা সেগুলি সংরক্ষন করতে চান আগামী প্রজন্মের জন্য ৷ কিন্তু স্থানীয় দু’একজন দখলদারদের জন্য সেটি সম্ভব হচ্ছে না ৷ স্থানীয় প্রশাসনের কাছে তাঁরা এ বিষয়ে সহযোগিতাও চেয়েছেন বলে জানান সুমন্তবাবু ৷ এদিনের সভা থেকেও কবির বসতবাড়ী রক্ষার দাবী ওঠে ৷