মলয় দে নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডের ঢাকা পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টার হওয়ার পর থেকেই দুশ্চিন্তা আরো খানিকটা বেড়ে যায়। কিন্তু ঘরের ছেলে তো আর পর হয় না! তাদের নিয়মিত তিন বেলা খাবার দিতে গিয়ে, এবং তাদের কষ্ট অনুভব করে ওই এলাকার বাসিন্দা অপূর্ব লাল সাহা পাড়ার ছেলেদের নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে গড়ে তোলেন শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চ। এই মহৎ কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন অন্যান্য ওয়ার্ডের অনেক সহৃদয় মানুষ। আজ সমগ্র দুই এবং তিন নম্বর ওয়ার্ডের রাস্তা , গলি, পোড়ো জায়গা, আবর্জনার স্তুপ,জলাশয় বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছড়িয়ে, হাইড্রোক্লোরাইড ও ফিনাইল স্প্রে করে জীবাণুমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত করেন। তারা জানান এভাবে শহরের আরো বাকি সমস্ত ওয়ার্ডে ও জনমত গড়ে তুলে এভাবেই পরিচ্ছন্ন করতে চান নিজেরাই। সরকারি বিভিন্ন পরিষেবা কি তাহলে স্তব্ধ? ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অনেকেই, তবে সে ভরসা না থাকাই ভালো এমনটাই মনে করেন অনেকে। তাই নিজেদের প্রয়োজন মেটাতে হবে নিজেদেরই।
আগামী দিন শান্তিপুরে আগত পরিযায়ী শ্রমিকদের সুবিধা-অসুবিধায় সদ্য গঠিত এ কমিটি পাশে থাকবে বলে জানা যায়।