দেবু সিংহ, মালদা : পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের অভিযোগ।
মঙ্গলবার সাতসকালে পুলিশ লাইন এলাকায় পুলিশের পোশাক পড়ে টোটো থামিয়ে এক মহিলার কাছ থেকে সোনার অলংকার ছিনতাই করে পালানোর অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ লাইন এলাকায়।
মালদা শহরের গৌড় রোডমোরে বসবাস করেন ওই মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলার নাম, শ্যামলী দাস (৫৮)। এদিন সকালে টোটোয় চেপে পুলিশ লাইন এলাকায় মেয়ের ফ্ল্যাটে যাওয়ার সময় টোটো থামিয়ে তিনজন পুলিশের পোশাকধারী দুষ্কৃতী ওই মহিলাকে বলে, এলাকায় ছিনতাই হচ্ছে তাড়াতাড়ি আপনার গয়নাগুলো খুলে কাগজে মুড়িয়ে রাখুন। চালাকি করে অন্য একটি কাগজে পুরিয়া ওই মহিলার হাতে ধরিয়ে মহিলাকে বলে বাড়ি চলে যান। ঘরে ঢুকে কাগজের পুরিয়া খুলে মহিলা দেখেন তার গয়নাগুলো নেই। কাগজে মোড়ানো রয়েছে প্লাস্টিকের চুড়ি।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ লাইন এলাকায়।
ওই মহিলা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন। প্রায় তিন ভরির সোনার অলংকার ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।