রায়গঞ্জ ব্লকের সমস্ত নদীর জল বাড়ছে, বন্যার আতঙ্কে বাসিন্দারা

Social

রায়গঞ্জঃ লাগাতার বৃষ্টিতে মহানন্দা এবং নাগর নদী ফুঁসছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। আতঙ্ক দেখা দিয়েছে বাহিন এবং গৌরী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণএলাকায়। গত রাত থেকেই সরানো শুরু হয়েছে গবাদিপশুদের। শনিবার রাত ১০ টা নাগাদ এলিঙ্গা, কুমারজোল, টেগড়া, কুমরোল, বাস্তিপুর, শঙ্কর মানুষ জলের স্রোত দেখেই শঙ্কিত হয়ে পডেছেন। ঘুরে ফিরেই সেই ২০১৭ সালের প্রলয়কারী বন্যার কথা মানুষকে মনে করিয়ে দিচ্ছে। পাশাপাশি, কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুররের টাঙ্গন নদীর জল বৃদ্ধি পাওয়ায় রাধিকাপুর এলাকার মানুষদের বিগত দিনের ভয়াবহ বন্যার আতঙ্কে রয়েছেন। রাধিকাপুরের বেশ কিছু এলাকার বাসিন্দারা জানান, এই মুহূর্তে টাঙ্গন নদীর বাঁধের বেশ কিছু এলাকার পরিস্থিতি ভালো নয়। বর্তমানে যে হারে রাধিকাপুরের টাঙ্গন নদীর জল বেড়ে চলেছে তাতে রাধিকাপুরের সাধারণ মানুষ বন্যার আতঙ্কে ভুগছেন।

কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ জানান, রাধিকাপুরের টাঙ্গন নদী নিয়ে ব্লকের বিডিওর সাথে কথা হয়েছে। খুব শীঘ্রই এলাকায় গিয়ে সবকিছু দেখে শুনে যাতে আগাম প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply