গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মালদা জেলা প্রশাসন

Social

দেবু সিংহ ,মালদা:-মালদা জেলা পরিষদের উদ্যোগে বীরনগর উচ্চ বিদ্যালয়ে কালিয়াচক-৩ নং ব্লকের বীরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০টি পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ত্রান বিতরণ করা হলো সোমবার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক বিকাশ সাহা,জেলা পরিষদের সহ-সভাধিপতি চন্দনা সরকার, মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন, বিশিষ্ট সমাজসেবী সুনীল সরকার সহ অন্যান্যরা।

উক্ত অনুষ্ঠানে ২৫০ টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন প্রত্যেককে ৫ লিটার করে সরিষার তেলের জার,ডাল, সোয়াবিন, চিনি, বিস্কুট, মিল্ক পাউডার, চানাচুরের প্যাকেট সহ দশ ধরনের খাদ্য সামগ্রী তুলে দেন।

বক্তারা জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে মালদা জেলা প্রশাসন  সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল জানান,বন্যা নিপীড়িত মানুষদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য হলেও তারা এ পর্যন্ত কিছুই করেননি। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মালদা জেলা প্রশাসন সর্বদা সবসময় এই বন্যাকবলিত দুর্দশাগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছেন। সেই অনুযায়ী আজ কালিয়াচক-৩ নং ব্লকের বহু মানুষের হাতে প্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্য এবং ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। এছাড়া ভবিষ্যতেও তাদের নানাভাবে সাহায্য করা হবে।
অন্যদিকে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ত্রাণ পাওয়া দুস্থ পরিবারগুলি।

Leave a Reply