জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে হাম, মাম্পস এবং রুবেলা ভ্যাকসিন বিষয়ে সচেতনতা

Social

সোশাল বার্তা: আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্যের বিদ্যালয় এর ছেলেমেয়েদের দেওয়া হবে মিজিলস, মামস ও রুবেলা ভ্যাকসিনের টিকা। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে জানা যায় ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত যে সমস্ত শিশুদের বয়স তারাই এই টিকা পাবে। অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে শুরু করে হাই স্কুলেও দেওয়া হবে এই টিকা।

কর্মসূচিতে যাতে সফল হয় তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে ৫ ডিসেম্বর ২০২২ সোমবার হাম, মাম্পস এবং রুবেলা ভ্যাকসিন বিষয়ে তাদের দত্তক নেওয়া গ্রামের অধিবাসীদের সচেতন করা হয়।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ খান সহ শিক্ষক_শিক্ষিকা বৃন্দ, স্বাস্থ্যকেন্দ্রের এএনএম, আশা কর্মী ও এলাকার বাসিন্দারা।

জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় জানান ” হাম, মাম্পস এবং রুবেলা ভ্যাকসিন বিষয়ে গ্রামবাসী ও স্বেচ্ছাসেবকদের সচেতন করা হলো। এরপরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবে জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা”।

Leave a Reply