মলয় দে নদীয়া :রানাঘাট হবিবপুর ইসকন মন্দিরে এই প্রথম জাতীয় সড়ক দিয়ে স্বাস্থ্যন্নোতি ময়দানে রথ আসেনি। লক ডাউনের জন্য। কোনোরকম ভাবে মন্দিরে পূজো অর্চনা করা হচ্ছে। মন্দিরে সেই ভাবে কোনো ভাবেই সাধারণ মানুষ কে জমায়েত করা হচ্ছে না । মন্দির বন্ধ রাখা হয়েছে।পাশাপাশি এই বছর রথ যাত্রা অনুষ্টান বাতিল করা হয়েছে।
এই প্রথম রথ যাত্রা অনুষ্টান বন্ধ রাখার পাশাপাশি মন্দিরে প্রবেশ ক্ষেত্রে অনেক বাঁধা নিষেধ গ্রহণ করা হয়েছে।