প্রীতম ভট্টাচার্য্য: করোনা নামক মহামারী আক্রমণে টালমাটাল সারাবিশ্ব । নাজেহাল সাধারণ মানুষ । সাধারণ মানুষের সহযোগীতায় এগিয়ে এলো সম্পর্ক লায়ন্স ক্লাব।
রবিবার প্রায় ১০০টি দুস্থ পরিবারের কাছে হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, সাবান, পৌঁছে দিলেন তারা। সারা বছর ধরেই চলে লায়ন্স ক্লাবের সেবাকাজ । এই সময়ে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের পাশাপাশি খেটে খাওয়া গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরনের মাধ্যমে।
উদ্যোক্তারা জানান এই বিশ্বমারীর সময়ে অনেকের এই সমস্ত সামগ্রী কেনার ক্ষমতা নেই, তাই তাদের পরিবারের সুরক্ষার কথা ভেবে এই নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী তারা পৌঁছে দিচ্ছে।
রাধানগর কারবালা মাঠের পাশে নিজ ক্লাব ঘর থেকে স্যানিটাইজার , সাবান ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন হলেও আগামী ২৬শে জুলাই একই কর্মসূচি ঝাউতলা , পোড়াগাছা তে অনুষ্ঠিত হবে | এই কর্মসূচির মূল উদ্যেশ্য মানুষের মধ্যে মাস্ক পরা, হাত ধোয়া এবং সানিটাইজ করার সচেতনতা বৃদ্ধি করা |