শ্যামল কান্তি বিশ্বাস,বাদকুল্লা : নদীয়া জেলার হাঁসখালি থানার বগুলার জনবহুল মদনা-সাহাপুর বেহাল রাস্তা,চরম দুর্ভোগের শিকার অগনিত নিত্যযাত্রী সহ এলাকা বাসী। রাস্তার এই ভগ্নদশা দীর্ঘদিনের হলেও বর্ষায় দূর্ভোগ ওঠে চরমে। রাজনৈতিক দলগুলি চিরাচরিত ভাবভঙ্গিতে ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোট ফুরলে আর মনে রাখেনা সে কথা, অভিযোগ স্থানীয় এলাকাবাসীর । রাস্তার যে হাল,তাই আছে, সংস্কার কিংবা পূন নির্মানের জন্য ইতিমধ্যেই এলাকাবাসী স্থানীয় পঞ্চায়েত সহ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে একাধিক বার দরবারে করলেও ফল হয়নি কিছুই। রাস্তা যেমন ছিল, ঠিক তেমন ই আছে। কথা দিয়ে কথা রাখেননি কোন রাজনৈতিক দলেরই নেতা নেত্রী সহ জনপ্রতিনিধিরা, এই অভিযোগ আদিবাসী অধ্যুষিত মদনার মন্টু কুজুর,নিমাই টিগ্গি সহ আব্দুল মালেকদের।অভিযোগে সরব হয়েছে,সাহাপুর গ্ৰামের রেল কর্মী বরুণ মন্ডল, ক্ষেতমজুর অজিত দাস,রিক্সা চালক বীরেন দাস সহ শ্যামাপদ ঘোষ,শংকর ঘোষ,হারাম ঘোষ দের মতো সম্ভ্রান্ত ব্যক্তি বর্গেরাও।
বগুলার সঙ্গে মদনা,পাটিকাবাড়ি, জগন্নাথ পুর,দলুইগ্ৰাম,মামজোয়ান হয়ে বাদকুল্লার সঙ্গে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম এই বেহাল রাস্তার হাল ফেরাতে শেষ পর্যন্ত এগিয়ে এলেন শাসক দলের নেতা শ্রীবাস সিকদার।
সাহাপুর-মদনা এলাকার বিপর্যস্ত মানুষজনদের পাশে দাঁড়ানোয় স্বভাবতই খুশি এলাকার সর্বস্তরের মানুষ।
স্থানীয় বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো দপ্তরের সঞ্চালক শ্রীবাস বাবু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানালেন, তিনি ব্যথিত,এই রাস্তার দূরাবস্থা দেখে। পঞ্চায়েতের আপদকালীন তহবিল থেকে দ্রুত চলাচলের উপযোগী সংস্কার আগামী ১০ দিনের মধ্যেই করা হবে।বগুলা ২নং পঞ্চায়েতের উদ্দোগে আপাতত ঝামা-ভ্যাটস দিয়ে চলাচলের উপযোগী করা হবে। শ্রীবাস বাবু এলাকাবাসী কে আশ্বস্ত করেন, খুব দ্রুত এই রাস্তার স্থায়ী নির্মাণের কাজ শুরু হবে।করোনা আবহে লকডাউন বলবৎ না হলে হয়তো এতদিনে এই রাস্তার কাজ শুরু হয়ে যেত।
উল্লেখ্য রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পোদ্দারের আর্থিক কোটায় দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে। বিধায়কের বিএডিপি ফান্ড থেকে ৩০ লক্ষ টাকার স্কিম অনুমোদন হয়ে পড়ে আছে। এছাড়াও সাহাপুর এলাকার উন্নয়নের জন্য আরো কিছু প্রকল্প দ্রুত বাস্তবায়ন হতে চলেছে বলে জানালেন, শ্রীবাস বাবু। সাহাপুর দক্ষিণ পাড়া থেকে শ্রীহরি পাড়া পর্যন্ত অসমাপ্ত রাস্তা পাকা সহ ঐ নির্দিষ্ট এলাকা সমূহে ৫ খানা ট্যাপ কল এবং সাহাপুর চৌরাস্তা মোড়ে উচ্চ আলোক স্তম্ভ সহ ফিডিং সেন্টার প্রাঙ্গণে একটি টিউবওয়েল বসানোর কাজ দ্রুত সম্পন্ন করা হবে।