মানবতা কি শেষ ! পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে দেওয়ার অভিযোগ 

Social

দেবু সিংহ , মালদা: রাতের অন্ধ কারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে দেওয়ার অভিযোগ উঠল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। তবে কে বা কারা এই কাজটি করেছে তা এখনো খুঁজে বের করা যায়নি।

ঘটনায় প্রকাশ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা গৌতম মহলদার লকডাউন এ কাজ হারিয়ে হরিশ্চন্দ্রপুর হাই স্কুল সংলগ্ন নয়াটোলা তে দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন। আজ সকালে স্থানীয় বাসিন্দাদের মুখে জানতে পারেন তার দুটি পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং দেখতে পান সম্প্রতি ছাড়া চারাপোনা গুলি পুকুরে মরে ভেসে গেছে।

এ প্রসঙ্গে গৌতম বাবু জানান সম্প্রতি লকডাউন এ তিনি কাজ হারিয়েছেন। যা জমানো পয়সা ছিল তা দিয়ে তিনি দুটি পুকুরে লিজ নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন। ভেবেছিলাম পুজোর সময় মাছ বড় হলে পাইকারি বাজারে বিক্রি করে কিছু পয়সার মুখ দেখবেন কিন্তু তা সম্ভব হলো না ।

আজ পুকুরের পাশে বিষের কৌটা পাওয়া যায়। পুকুরের জলের বিষের গন্ধ পাওয়া যায়। এলাকায় কারো সঙ্গে শত্রুতা নেই। এই ঘটনা কে বা কারা ঘটাল তিনি বুঝতে পারছেন না। এ বিষয়ে তিনি হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমেছে।

এদিকে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে দেওয়ার ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য দেখা গিয়েছে।

Leave a Reply