বগুলাজুড়ে জীবানু মুক্ত অভিযানে বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েত

Social

শ্যামল কান্তি বিশ্বাস,বগুলা : গতকাল ২৬ শে জুন শুক্রবার, বগুলা জুড়ে বাজার ,ব্যাংক এটিএম সহ বিভিন্ন স্থানে স্থানে  জীবানু মুক্ত করা হয় । রানাঘাট অগ্নিনির্বাপক কেন্দ্রের ব্যাবস্থাপনা’য় বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের উদ্দোগে এই কর্মসূচি রূপায়নে অনেকটাই আতঙ্ক মুক্ত হলেন এলাকার জনগণ।

প্রসঙ্গত উল্লেখ্য,গত ১৯ শে জুন বগুলায় একজন করোনা আক্রান্ত রোগী, যাকে প্রথমে বগুলা গ্ৰামীণ হাসপাতালে ভর্তি করা হয়, তারপর অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে এবং ঐ রাতেই শক্তিনগর জেলা হাসপাতাল থেকে সরাসরি কলকাতা সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই ঐ রোগির মৃত্যু হয়। মৃত্যুর পর রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সমগ্র বগুলা জুড়ে । উল্লেখিত ঘটনার অবসান কল্পে স্থানীয় বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েতের উদ্দোগে গতকাল এই কর্মসূচি বলে জানালেন, পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শ্রীবাস সিকদার।

Leave a Reply