সীমান্ত লাগোয়া প্রতিবেশীদের নিয়ে স্বচ্ছতা বিষয়ক কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

Social

দেবু সিংহ মালদা: মালদা জেলার  হবিপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের ঋশিপুরের বিএসএফের উদ্যোগে বুধবার সীমান্ত লাগোয়া প্রতিবেশীদের নিয়ে স্বচ্ছতা বিষয়ক কর্মশালা এবং এলাকার সাধারণ মানুষকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

বিএসএফ জওয়ানদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এস সি দাস, ঋষিপুর অঞ্চল প্রধান শান্তি শিকদার এবং উপপ্রধান শম্ভুনাথ চৌধুরী সহ অত্র এলাকার বাসিন্দারা।

বিএসএফ আধিকারিক এসি দাস জানান, সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা আনার উদ্দেশ্যে এই অনুষ্ঠান। মানুষের মধ্যে স্বচ্ছতা থাকলেই স্বাস্থ্য ঠিক থাকবে এবং মানুষের স্বাস্থ্য ঠিক থাকলে সব ঠিক থাকবে। তাই স্বচ্ছতা বজায় রাখতে নিজের এলাকা, প্রতিবেশী এবং বাড়ি ঘর স্বচ্ছতা রাখতে হবে। পাশাপাশি ক্যাম্পের আশপাশের এলাকাবাসীদের সঙ্গে সুসম্পর্ক রাখার উদ্দেশ্যে এলাকাবাসীদের নিয়ে একটি সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ছাড়াও এলাকাবাসীর একাংশ।

Leave a Reply