কমিউনিটি কিচেনের মাধ্যমে শিশুদের আহার তুলে দিল বগুলার ভাত ব্যাংক

Social

সোশ্যাল বার্তা: নদীয়া জেলার তারকনগর বয়সাকুঠি একদা ইংরেজ আমলে নীলকুঠী অবস্থানের জন্য সুবিখ্যাত ছিল। সেই কুঠির বতর্মানে জৌলুশ আর নেই, ক্ষয়িষ্ণু কিছু ইটের পাঁজা রয়েছে প্রমান স্বরূপ ।

সমাজের বেশ কিছু নিম্নবিত্ত মানুষের বাস, কিছু অভাব তাড়িত পরিবার, নিত্য অনটনের সংসার, আদিবাসী অধ্যুষিত এলাকা। পরিবারে কনিষ্ঠ সদস্য-সন্তানকে সে ছেলে বা মেয়ে যাই হোক -না কেন, তার ভুখা পরিবারের জননী-পাঠিয়ে দেয় তাকে- দুপুরে একটু পেট পুরে খেতে পাবে বলে বিদ্যালয়ে। বতর্মানের লক ডাউনের জেরে বন্ধ বিদ্যালয় । তবে সরকারের পক্ষ থেকে ছেলেমেয়েদের দেওয়া হয়েছে চাল ও আলু  ।

এই সব ছোট ছোট বাচ্চাদের সাহায্যে এগিয়ে এলো নদীয়া জেলার স্বেচ্ছাসেবী  সংগঠন বগুলার “ভাত ব্যাঙ্ক” । আজ আজ সংগঠনটির সদস্য-সদস্যারা উপস্থিত হয় বয়সাকুঠির সেই বিদ্যালয় প্রাঙ্গনে, সঙ্গে নিয়ে যায় ৩০০ জনের অধিক খাদ্য সামগ্রী সহ শিশুদের জন্য বিস্কুট লজেন্স ইত্যাদি।

ভাত ব্যাঙ্কের উনুনে বয়সাকুঠির প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে, তৈরী হয় একে একে ভাত, ডাল, ডিমের কারি, একটা পাঁচ মেশালি তরকারী ও চিপস্ ।

ভাত ব্যাংকের একজন সদস্য জানান ” আজকের  কাজের মধ্য দিয়ে ভাত ব্যাঙ্ক পেল এক নতুন উদ্দ্যম,আরও কিছু করার অনুপ্রেরণা। আশা রাখি এমনই সামাজিক কর্মে বারে বারে লিপ্ত হবে আমদের সদস্যবৃন্দ ।”

Leave a Reply