অঞ্জন শুকুল, নদীয়া: পেশায় রিকশা চালক নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাসের বাসিন্দা বছর বাহান্নর সন্ন্যাসী দাস।সারাদিন জীবিকার সন্ধানে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মাজদিয়ায় এপ্রান্ত থেকে অন্যপ্রান্ত রিকশা নিয়ে ছুটে বেড়ান একমাত্র সর্বক্ষণেরসঙ্গী রেডিও নিয়ে। ভাটিয়ালী আর পুরনো ভক্তিগতি পছন্দের গান সন্ন্যাসীর।
টিভি মোবাইল অত্যাধুনিক ডিজিটাল যুগেও এসব কিছুই গুরুত্ব দিতে নারাজ শিবনিবাসের সন্ন্যাসীর। অত্যাধুনিক ডিজিটাল যুগেও একমাত্র ভরসা সেই রেডিও। তার এই রেডিও প্রীতি শিবনিবাসের লোকের মুখে মুখে সবসময় ঘুরে বেড়ায়।
নির্জন এলাকা দিয়ে যখন প্যাসেঞ্জারদের তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেন। রেডিওর খবর আর গান শুনতে শুনতে কখন যে পৌঁছে যান বুঝতেই পারেন না তিনি।বাড়িতে টিভি মোবাইল থাকলেও টিভি সিরিয়াল বা সিনেমা দেখতে পছন্দ করেন না সন্ন্যাসী। ভাটিয়ালি পুরোন দিনের গান, সুস্থ সংস্কৃতি বেশি পছন্দ করেন তিনি। ট্রেন, বাস,বাজার হাট সর্বত্রই তার সঙ্গী কিন্তু ওই সাবেকি রেডিও। সন্ন্যাসী দাসের বাড়িতে স্ত্রী, দুই ছেলে এবং দুই বৌমা।
পরিবারের সবার যখন টিভি সিরিয়াল দেখতে ব্যাস্ত তখন সকলের অলক্ষে এক কোনে রেডিও কানে দিয়ে খোশ মেজাজে সন্ন্যাসী।