ডাক বিভাগের কর্মীদের সংবর্ধনা

Social

রাজু পাত্র : করোনা ভাইরাস নিয়ে মানুষ রীতিমত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।তবুও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে ডাককর্মীরাও। তাদের এই নিরলস পরিশ্রম কে সম্মান জানিয়ে নবদ্বীপ শহর দক্ষিণ মন্ডলের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার ডাকবিভাগের নদিয়া উত্তর মন্ডলের ডাক অধিক্ষক কাশীনাথ ঘোষ সহ নবদ্বীপ মুখ্য ডাকঘরের কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

মোট ৩৫ জন ডাককর্মীকে আজ সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করানো হয়।

এই প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, “ডাককর্মীদের কাজ প্রশংসার যোগ্য। তাদের এই মহতী আত্মনিয়োগ অসংখ্য মানুষকে প্রেরণা জুগিয়েছে তাই আমাদের পক্ষ থেকে এই উদ্যোগ।”

উপস্থিত ছিলেন ডাক অধিক্ষক কাশীনাথ ঘোষ, তিনি বলেন,”আমরা জনগণের যে পরিসেবা দিচ্ছি এই সঙ্কটকালীন পরিস্থিতিতে তাতে এই প্রথম সংবর্ধনা পেয়ে সত্যিই খুব ভালো লাগছে, আমরা কৃতজ্ঞ।”

Leave a Reply