মলয় দে নদীয়া:-নদীয়া জেলায় অন্যান্য ব্লকের মত শান্তিপুরেও শুরু হলো কৃষি মেলা ২০১৯ । আজ শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাপতি দীপক বসু, সদস্য নিমাই বিশ্বাস, সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথ, এডিও সন্দীপ মিত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক সহ-সভাপতি মনিকা সরকার, কৃষি দপ্তর কর্মদক্ষ সুব্রত সরকার, শিক্ষা দপ্তরের নিমাই মন্ডল, মৎস্য দপ্তরের নিখিল বাবু , জনস্বাস্থ্য দপ্তরের আরতি দেবনাথ, ভূমিও ভূমি সংস্কার দপ্তরের বিলাস রায়, ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের বাবলু হালদার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও গ্রাম পঞ্চায়েতের সদস্য বৃন্দ।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তিন জন মৃত কৃষক পরিবারকে দু’লক্ষ টাকার চেক দেওয়া হয়, কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আড়াই হাজার টাকা করে ১০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়, কৃষাণ ক্রেডিট কার্ড ২২ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয়। মেলায় ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত চাষীদের মাটি, বীজ, স্যার সহ বিভিন্ন বিষয়ে অবহিত করার জন্য পারদর্শীদের মতামত প্রদান। অল্প জায়গায় হাঁস মুরগি , ছাগল গবাদি পশু প্রতিপালন তাদের রোগ নিরাময়, আহারের নিয়ম সম্পর্কিত বিষয়ে আলোকপাত করা হয়। বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠী উৎপাদিত বিভিন্ন দ্রব্যের গুনাগুন, বিপণনের সহায়তা প্রদান। অল্প জলে, বিভিন্ন মাছ চাষ, ঘরের মধ্যে মাশরুম চাষ, দেশীয় ধান চাষের সম্পর্কিত বিভিন্ন বিষয় অবহিত করা হয় চাষীদের।
আজ থেকে ৩ দিন চলা এই কৃষি মেলায়, লোকগীতি ,বাউল, ঝুমুর নাচ, বিশেষভাবে সক্ষম দের সমবেত সংগীত, নৃত্যানুষ্ঠান। কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি সর্বাঙ্গীন মনোরঞ্জন করতে সমর্থ হয়েছে সর্বসাধারণের।