সেবু সিংহ ,মালদা: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মালদহের আমচাষীদের আর্থিক অনুদানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে চিঠি পাঠালো মালদা জেলা ব্যবসায়ী সমিতি।
মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানিয়েছেন, লকডাউন আমফান ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে মালদায় এবার আমের সর্বনাশ হয়েছে। অত্যান্ত ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে আম ব্যবসায়ীদের। আমফান ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মালদহের চাষীদের কথা এখনি ভাবা হয়নি। চরম আর্থিক সংকটে পড়েছে মালদহের আমচাষিরা।
এই পরিস্থিতির কথা জানিয়ে সংগঠনের তরফে আর্থিক অনুদান চেয়ে প্রধানমন্ত্রী কে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে মালদা জেলার আমচাষীদের আর্থিক অনুদান ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। মালদহের অর্থনীতি অনেকটাই আমের ওপর নির্ভরশীল। কিন্তু এই মরসুমে আমফান ঘূর্ণিঝড় আর লকডাউনের জেরে চরম ক্ষতির মুখে পড়েছেন মালদার আম চাষিরা। আমচাষীদের দুরবস্থার কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চেয়ে চিঠি লেখা হয়েছে জানালেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা।
উজ্জ্বল বাবু আরো জানান, জেলায় এবার ১০০ কোটি টাকার আমের ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সে কথা জানিয়েছি। মালদহ জেলা উদ্যানপালন সূত্রে জানা গিয়েছে জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়ে থাকে। গতবছর জেলাতে উৎপাদন হয়েছিল প্রায় সাড়ে 3 লক্ষ মেট্রিক টন। কিন্তু এবছর উৎপাদনের মাত্রা অনেকটাই কমে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত আম উৎপাদনের সঠিক পরিমাণ জানতে পারিনি উদ্যানপালন দপ্তর।