১টাকার ভ্রাম্যমান বাজার চালু করে দুর্যোগের মধ্যেও চলছে মানব সেবা “আনন্দধারা”র

Social

সোশ্যাল বার্তা : একদিকে করোনা আতঙ্ক, তার মধ্যেই আবার ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান।অসহায় মানুষের যেন কিছুতেই নিস্তার নেই। মাথায় হাত সাধারণ মানুষের । কিভাবে কাটবে দিন ? পেট তো আর কথা শোনে না ।

বুধবার সকাল থেকেই ঝমঝমে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার মধ্যেই নদীয়া জেলার কৃষ্ণনগরের আনন্দধারা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সকাল ৭ টার সময় বসানো হয়েছে মাত্র ১ টাকার ভ্রাম্যমাণ বাজার। প্রান্তিক মানুষের জন্য কৃষ্ণনগর শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রাম হাটবোয়ালিয়াতে ।

এই ভ্রাম্যমাণ বাজারে ছিল মাছ এবং অন্যান্য খাদ্যসামগ্রী। মাত্র এক টাকার বিনিময়ে প্রান্তিক মানুষেরা কিনে নিয়েছেন মাছ, তেল, লবণ এবং অন্যান্য পণ্যসামগ্রী খুব আনন্দের সাথে নি:সংকচে। এই রকম বাজার দেখে খুব খুশী গ্রামবাসীরা।

গ্রামবাসীরা জানান , এখান থেকে অনেক দূরে বাজার তাঁরমধ্যে রোজগার নেই। মাছ খাওয়ার কথা ভাবাটাই এখন স্বপ্ন। ১ টাকায় বাড়ীতে বসে মাছের বাজার পেয়ে খুব ভালো লাগছে।

স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দধারার সম্পাদক রাজু পাত্র বলেন, “এতোদিন প্রান্তিক মানুষগুলো সেদ্ধভাত খেয়ে কাটিয়েছে তাই এবার তাঁদের খাবারে কিছুটা বৈচিত্র্য আনতে এই ব্যবস্থা। যেহেতু বিনিময় মূল্য আছে তাই তাঁরাও ১ টাকা দিয়ে জিনিস নিতে কোনো সংকোচ বোধ করছেন না । ”

এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কৃষ্ণনগরের এক স্কুল শিক্ষিকা সংঘামিত্রা লাহিড়ী। সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply