মেলা প্রায় বন্ধ,মিষ্টির দোকানের জিলাপি আর দুই-একজন পাঁপড় বিক্রেতাই ভরসা

Social

মলয় দে নদীয়া :- ” ও জামাইবাবু যাবো না রথের মেলাতে” গোষ্ঠ গোপাল দাসের গান অনুযায়ী নয় বা শুধু শ্যালিকারাই নয় করোনা আবহে সরকারি নির্দেশে সকল সচেতন নাগরিকের সচেতনতায় মেলা সেই অর্থে বসেনি অনেক জায়গায়। কিন্তু পাপড় ভাজা আর জিলিপির স্বাদ থেকে বঞ্চিত হতে চায়না বাঙালি। তাই উপায় আর কি!

পরিবারের বাচ্চাদের বায়না থামাতে অনেক গৃহিণীই বাড়িতেই ভেজে নিলেন পাপড়। কিন্তু জিলিপির হ্যাপা বড্ড! তাই সেটা সামাল দিতে কত্তাদের দৌড়াতেই হলো মিষ্টির দোকানে। সেখানেও সকাল থেকে একভাবে ভেজে চলা ময়রার সহযোগিতা করতে দাঁড়াতেই হলো লাইনে। সাবেকি রীতি অনুযায়ী রথযাত্রায় আরেকটি বিখ্যাত খাবার কাঁঠালে মুখ সিটকান এই প্রজন্মের ছেলেমেয়েরা।

Leave a Reply