সোশ্যাল বার্তা : বর্তমান পরিস্থিতি অন্ততঃ জটিল এবং ভয়াবহ। একদিকে যেমন করোনার তীব্র প্রকোপ, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অর্থনৈতিক অসংগতি।
করোনার প্রকোপ থেকে বাঁচার জন্য বাড়িতে থাকার পরামর্শ পেলেও পেটের টানে মানুষ আজ নিজের প্রানের ঝুঁকি নিয়েও বাহির মুখী। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ করে তাদের জন্য যারা এই যুদ্ধের প্রথম শ্রেণীর সদস্য ।
কিন্তু ভাগ্যের পরিহাসে, অর্থনৈতিক সংকটে এইরূপ নিয়মাবলী মান্য করতে পারছে না সমাজের এক দল মানুষ। তারা নিজেদের প্রানের ঝুঁকি নিয়ে আমাদের পরিষেবা দিতে নিয়োজিত। সেই সকল পরিবহনকর্মীরা যারা প্রতি দিন বাইরে বের হচ্ছে আমাদের প্রয়োজনে।
কিন্তু চলতি পথে দেখা যাচ্ছে তাদের কাছে প্রয়োজনীয় সামগ্রি নেই বললেই চলে। করোনার মোকাবিলা করার জন্যে নেই সঠিক আচ্ছাদন। তাই, তাদের পাশে দাঁড়িয়েছি স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট ঈগলস। পরিবহন দপ্তরের সহায়তায় আমরা মোট ৫০টি ফেস মাস্ক শিল্ড এবং হ্যান্ড গ্লাভস তুলে দেওয়া হয় মাননীয় কৌশিক সরকার মহাশয়ের হাতে।
হোয়াইট ঈগলেস এর অন্যতম এক সদস্য অভিজিৎ দাস বলেন “প্রত্যেক মুহুর্ত্বে আমাদের প্রচেষ্টা একটাই সমাজের প্রান্তিক মানুষের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে আমাদের জন্যে যারা প্রত্যেক মুহুর্ত্বে যুদ্ধ করে চলেছেন এর পাশাপাশি সমাজের বুকে এক নতুন চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটানো।”