আকাশের লড়াইয়ের প্রতীক্ষা ! উড়বে ড্রাগন, রথ, পক্স, প্রজাপতি, চ্যাং বা ডাক ঘুড়ি, মৌচাক ,পান্না, মাছরাঙ্গা নামের ঘুড়ি 

Social

মলয় দে, নদীয়া :- ড্রাগন, রথ, পক্স, প্রজাপতি, চ্যাং বা ডাক ঘুড়ি, মৌচাক ,পান্না, মাছরাঙ্গা,ঈগল ,অক্টোপাস, সাপ, ব্যাঙ, ডলফিন, চরকি, পালতোলা জাহাজ আগুনপাখি, পেঁচা, কঙ্কাল, ঢাউস ঘুড়ি, পতাকা ,বাক্স ঘুড়ি আরো কত কি নাম ! অন্যদিকে মান্ধাতা আমলের সুতির সুতো কে ঠেলে সর্বশক্তি দিয়ে জায়গা করে নেওয়া চীনা মাঞ্জানাইলন সুতোর বিরুদ্ধে লড়াই জারি রেখে ছোট ছোট ঘুড়ির সুতো ব্যবসায়ীরা তাই আকাশের লড়াইয়ের জন্য। বাচ্চাদের জন্য প্লাস্টিকের লাটাই ব্যবহৃত হলেও বড়রা নির্ভর কাঠের লাটাইয়ের উপরেই।

দিল্লিতে স্বাধীনতা দিবসের দিন আকাশে ওড়ে ঘুড়ি, বাংলায় অবশ্য বিশ্বকর্মা পুজো এবং রথের দিন সবচেয়ে বেশি ঘুড়ি ওড়ানোর প্রবণতা দেখা যায়। কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও দেখা যায় ঘুড়ি ওড়াতে। তবে সে সময়, খই , চিড়ে আতপ চালের মান্ডি করে তাতে হামালদিস্তাতে কাঁচ গুঁড়োকরে মিশিয়ে সুতির সুতো মাঞ্জা দেওয়ার রীতি ছিলো। বর্তমানে কর্মব্যস্ত নির্ঝঞ্ঝাট সৌখিন বাঙালি শখ পূরণে চীনা মাঞ্জা র
নাইলনের সুতা জায়গা করে নিয়েছিলো বেশ কয়েক বছর, কিন্তু অপচনশীল এবং অত্যন্ত ধারালো হওয়ায় পশু পাখি থেকে শুরু করে আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল! আর সেই কারণেই এখন বেআইনি নাইলন সুতা।
আমরা উপস্থিত হয়েছিলাম, নদীয়ার শান্তিপুর নিশ্চিন্তপুর ফুলিয়ার তারক ব্যানার্জি মাঠে সেখানে প্রস্তুতকারকরা , অন্যান্য বছরের তুলনায় মজুদ রাখেননি ঘুড়ি। দীর্ঘ লকডাউনে কাগজের দাম বৃদ্ধি হয়েছে অনেকটাই, কর্মহীন মানুষ কতটুকু শখ পূরণ করবে তা নিয়ে সংশয় রয়েছেন তারা! তবে বিক্রেতারা আশাবাদী । কাগজের ঘুড়ির থেকে প্লাস্টিকের ঘুড়ির চল বেড়েছে অনেকটাই!

Leave a Reply