মলয় দে, নদীয়া:- “সরকারে নেই কিন্তু দরকারি আছি” সাধারণ মানুষের উদ্দেশ্যে ভারতের ছাত্র ফেডারেশন এই স্লোগানকে সামনে রেখেই সরকারি ব্লাড ব্যাংক গুলোতে রক্তাল্পতা দূর করতে সিদ্ধান্ত নিয়েছিলো রক্তার্পণের ।
গতকাল নদীয়া জেলার শান্তিপুর শহরে এস এফ আই এর পক্ষ থেকে শান্তিপুর লাইব্রেরী পার্শস্থ জনরঞ্জন কেন্দ্রে ৩২ জন ছাত্র-ছাত্রী শামিল হলো এই মহান কর্মযজ্ঞে।
উদ্যোক্তারা জানান যেকোনো কঠিন পরিস্থিতিতে ছাত্র-যুবই দেশও দশের গুরুদায়িত্ব পালন করেছে আগেও । আগামীতেও যেকোনো পরিস্থিতিতে থাকবো মানুষের পাশে।