অনন্য সেবার নজির গড়ে সংবর্ধিত হলো ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা শাখা

Social

সোশ্যাল বার্তা: সারা দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ । করোনা সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে । সরকারে পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থাও । সারা বছরের মতো লক ডাউনের প্রথম থেকেই বিভিন্ন সেবামূলক কাজ করে নজির সৃষ্টি করে চলেছে নদীয়া জেলার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, বগুলা শাখা । তাদের এই অসামান্য কাজের জন্য গত ১১ই জুন প্রশাসনের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে ।

করোনা আবহে মানব সেবার মহান ব্রত নিয়ে ইন্ডিয়ান রেড ক্রশ সোসাইটি,বগুলা ইউনিটের সদস্যরা অসহায়,কর্মহীন ও নিরন্ন মানুষের পাশে থেকে কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রায় এক মাস বাড়ি বাড়ি রান্না করা খাবার সরবরাহ করেছে।এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে সাধ্যমত অর্থ প্রদান করা হয়। এলাকার জনসাধারণ কে সচেতন করা হয় । করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হয় এবং সরকারি নিয়ম বিধি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয় ।

কারোনার যারা প্রথম সারির যোদ্ধা যেমন- স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, দমকলকর্মী ও পুলিশকর্মীদের কাজে উৎসাহিত করতে বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করে করা হয় সংস্থার পক্ষ থেকে ।

পশ্চিমবঙ্গ সরকারের দমকল বাহিনীর সহযোগিতায় বগুলা বাজার এবং নিজেদের উদ্যোগে বিভিন্ন ব্যাংক, বিদ্যুৎ সরবরাহ অফিস ও ধর্মীয় প্রতিষ্ঠানে সানিটাইজ করা হয়।

জেলার বাইরে বিপুল পরিমাণে ত্রান সামগ্রী আমফান বিধ্বস্ত সুন্দরবনের অসহায় মানুষদের বিতরণ করা হয় এবং কমিউনিটি কিচেনের মাধ্যমে কয়েকদিন রান্না করা খাবার সরবরাহ করা হয়।

এছাড়াও বৃদ্ধাশ্রম সহ কোয়ারেন্টাইন সেন্টারে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। বগুলা বাজার সহ বিভিন্ন জায়গায় থার্মাল স্ক্রীনিং ক্যাম্প এবং মোবাইল হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয় ।

মানব সেবার মহান ব্রত নিয়ে নিরন্ন, কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং মহৎ কর্মের স্বীকৃতি স্বরূপ নদীয়ার জেলাশাসক বিভু গোয়েল মহাশয় ইন্ডিয়ান রেড ক্রশ সোসাইটি, বগুলা ইউনিটের সদস্যদের বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করেন ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দেবপ্রিয় বিশ্বাস অতিরিক্ত জেলাশাসক ( জেলা পরিষদ ও স্বাস্থ্য ) , শ্রী সৌমেন দত্ত (সচিব, নদীয়া জেলা পরিষদ) সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক । এছাড়াও
জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক গন।

সংস্থার পক্ষে ডা: অতীন্দ্রনাথ মন্ডল বলেন “এই স্বীকৃতি নিঃসন্দেহে ইন্ডিয়ান রেড ক্রশ সোসাইটি,বগুলা ইউনিটের সকল সদস্যদের মনোবল,কর্মোদ্দীপনা কর্মোদ্দীপনা ও সেবা প্রদানের মনোভাব বৃদ্ধি করবে।  এই মহৎ কাজে সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং আমাদের সকল শুভাকাঙ্খীদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই”।

Leave a Reply