মলয় দে, নদীয়া :-করোনা অতিমারীর কারণে সারা রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি ও-বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যার ফলে বন্ধ থাকার সুযোগ নিয়ে ইদানিংকালে স্কুল ভবনের ভেতর থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে।
এবারও একই ঘটনা ঘটলো নদীয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের ইদ্রাকপুর গ্রামে শংকরপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় নামক সরকার পোষিত একটি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক প্রণব ঘোষ বলেন, শনিবার সকালে বিশেষ প্রয়োজনে স্কুলে এসে স্কুলের প্রধান গ্রিলের গেট ভাঙ্গা অবস্থায় দেখতে পাই এরপর ভেতর ঢুকে জলের ট্যাঙ্ক সহ বৈদ্যুতিক পাম্প মেশিন ও জলের পাইপ না দেখতে পেয়ে নবদ্বীপ থানায় বিষয়টি একটি ডায়েরির মাধ্যমে জানাই। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ব্যবহারযোগ্য জলের প্রধান উৎস ছিল ওই জলের পাম্পটি।
করোনা অতিমারীর কারণে এখন স্কুল বন্ধ রয়েছে, কিন্তু স্কুল খুললে জলের অভাবে ছাত্র-ছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে বলেও এইদিন জানান প্রণব বাবু।