মলয় দে নদীয়া :- ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের অনুমতি মেলেনি এখনো। কিন্তু আজ যোগা দিবস, স্পোর্টসম্যান স্পিরিট দীর্ঘ লকডাউনে গৃহবন্দী থাকলেও, আজ ক্ষণিকের জন্য হলেও মুক্ত হয়ে শান্তিপুর মেরিনার্সের জুনিয়ার এবং সিনিয়র টিমের মধ্যে প্রীতি ম্যাচ।
শান্তিপুর স্টেডিয়াম সংলগ্ন সবুজ সংঘের এই মাঠে দর্শকাসনে কাতারে কাতারে কিভাবে মানুষের বদলে আজ দর্শক বিহীন ভাবে শুধুমাত্র নিজেরাই।
আজকের খেলার বিষয়ে কাউকে জানানো হয়নি পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্য। খুব কাছেই অর্থাৎ জুন-জুলাই মাসে সিনিয়র লীগ বাতিল প্রায় নিশ্চিত হয়েছে। সাব জুনিয়র লীগ আন্ডার নাইনটিন লীগ বাতিল হয়েছে প্রথমেই। তবে ক্রিকেটে খুব বেশি ক্ষতি হয়নি, মার্চ-এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল।