কৃষ্ণনগরের রাজ দিঘীতে টোটো ডুবি

Social

রমিত সরকার,নদীয়া :নদীয়ার কৃষ্ণনগরের রাজবাড়ির দীঘিতে পড়ে  যায় এক টোটো । আজ বিকেলে যাত্রী বোঝাই এক টোটো রাজবাড়ির পিছনের দিকের দিঘীর পাড় দিয়ে যাওয়ার সময় উল্টে যায় ।

স্থানীয়  সুত্রে জানা যায় টোটো র যাত্রীরা এখানে ঘুরতে এসেছিলেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । পরে টোটো টি কে জল থেকে উদ্ধার করা হয় ।

Leave a Reply