তমলুক: গত কয়েক বছর ধরে প্রাকৃতিক দূর্যোগের মুখে পড়ে উপকূল এলাকা ধ্বংসস্তূপে পরিনত হচ্ছে।
কোস্টাল রেগুলেশন জোন(সিআরজেড) বিধিনিষেধ বিষয় নিয়ে তমলুকে জেলাশাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সোমবার বৈঠকে রাজ্যের পরিবেশ সচিব নীলম মিনা, জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও ভূমিদপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন। এছাড়াও দীঘা, তাজপুর, মন্দারমণি এলাকার হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিরা এদিনের বৈঠকে অংশ নিয়েছিলেন। বৈঠকে সিআরজেড এলাকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ওই এলাকায় নির্মাণ কাজে বিধিনিষেধ বিষয়ে হোটেল মালিকদের অবহিত করা হয়। হোটেল সংগঠনের পক্ষ থেকেও বেশকিছু প্রশ্ন রাখা হয়। মন্দারমণিতে সিআরজেড নিয়ম লঙ্ঘন করে বেশকিছু হোটেল নিয়ে ন্যাশনাল গ্রিন বেঞ্চে মামলা চলছে। এধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রশাসন কড়া হাতে মোকাবিলা করবে বলেও জানানো হয়। পাশাপাশি সিআরজেড এলাকা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়।।