শহীদ স্মরণে ক্লাব “শহর”“

Social

প্রীতম ভট্টাচার্য : লাদাকের গলওয়ান উপত্যকায় চিনা সৈন্যদের আক্রমণে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন। গতকাল শহীদ ভারতমাতার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা ও গভীর সমবেদনা জানাল ক্লাব শহরের সদস্যদরা ।

নদীয়া জেলার কৃষ্ণনগরে একটি সামজিক ও মানুষের পাশে থাকা ক্লাব, যারা সরস্বতীপুজোর এক অন্যতম মুখ। সারা বছর ধরেই চলে তাদের সেবা কাজ ।রক্তদান, বিভিন্ন সামাজিক কাজ,আর্ত মানুষদের ত্রাণ দেওয়ার সহ বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করে থাকে ।

শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাব শহরের সদস্যরা মোমবাতি প্রজ্বলন করেন। ধ্বনি ওঠে ভারত মাতা কি জয় ।

Leave a Reply