রায়গঞ্জঃ লাদাখ সীমান্তে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হল হেমতাবাদে।
রবিবার দুপুরে হেমতাবাদ মিলন সংঘ ও রায়গঞ্জের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবির শুরুর প্রথমেই সীমান্তে শহীদ সেনাদের ছবিতে পুস্পার্ঘ নিবেদন, আত্মার শান্তি কামনার নিরবতা পালন করা হয়। তারপর ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া এই রক্তদান শিবিরে রক্তদান করেন ৩৫ জন। হেমতাবাদ মিলন সংঘের সদস্য তাপস কুমার বর্মন, রাহুল দেব রায়, স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির কান্ডারীর সম্পাদক কৌশিক ভট্টাচার্য, সদস্য সন্তোষ বেঙ্গানী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এদিনের রক্তদান শিবিরে। এদিনের রক্তদান শিবির শেষে প্রত্যেক রক্তদাতাকে শংসাপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।