নিজস্ব প্রতিবেদন, রামনগর: প্রাক-শারদীয়া উৎসবের অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নং ব্লকের টাটকাপুর শ্যামা বিদ্যাভবনে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা ও আর্ট এন্ড ক্রাফট ওয়ার্কশপ। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মোট ৯০ জন ছাত্র-ছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে আর্ট এন্ড ক্রাফট ওয়ার্কশপে যোগ দেয়। বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষাদের উপস্থিতি অনুষ্ঠানে পরিধি বাড়িয়ে দেয়।
দু’দিনব্যাপী এই প্রাক-শারদীয়া উৎসবে অঙ্কন প্রতিযোগিতা, আর্ট এন্ড ক্রাফট ওয়ার্কশপ ছাড়াও দেওয়াল পত্রিকা ‘সৃজনী’ প্রকাশিত হলো। পত্রিকার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. তাপস জানা। এই পত্রিকায় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের লেখা কবিতা ও অনুগল্প প্রকাশিত হয়। পত্রিকার সম্পাদনা করেন বিদ্যালয়ের শিক্ষক মৃণালকান্তি জানা, অপূর্ব রায় ও নির্মাল্য দাস।