নিউজ সোশ্যাল বার্তা,উমাশঙ্কর মল্লিক,১লা সেপ্টেম্বর,নদীয়া:রবীন্দ্র সঙ্গীতের কিংবদন্তি শিল্পী মোহন সিং খাঙ্গুরা আজ কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।সন্ধ্যা ৬ ঘটিকায় শুরু হয় এই সঙ্গীতানুষ্ঠান । তারক নাথ সরকার মেমোরিয়াল ট্রাস্ট নিবেদিত,সাহিত্য পত্রিকা মুদ্রার উপস্থাপনায় এবং সেন্ট্রাল ক্লাবের সহযোগিতায় এই সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কে এই মোহন সিং খাঙ্গুরা?রবীন্দ্র সঙ্গীতের কিংবদন্তি মোহন সিং খাঙ্গুরা পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা ।১৯৬৭ সালে পাঞ্জাব থেকে চলে আসেন শান্তিনিকেতনে। ভর্তি হন শান্তিনিকেতনের সংগীত ভবনে ।৭বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হলেও ,গানের প্রতি অকৃত্রিম টানই তাকে শান্তিনিকেতনে নিয়ে আসে। ইংরেজি,পাঞ্জাবি ও হিন্দি ভাষায় কথা বললেও ধীরে ধীরে বাংলা ভাষা রপ্ত করে নেন ।তার গলায় রবীন্দ্রসঙ্গীত আজ বিশ্বজুড়ে সমাদৃত।