আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ

Social

মলয় দে নদীয়া :-আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ। ২০২২ সালের ২৫শে অক্টোবর অর্থাৎ দু’বছর চার মাস বাদে আবারো হবে সূর্যগ্রহণ। তবে আজকের বলয়গ্রাস যদি না দেখে থাকেন তাহলে আবার অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত। বিজ্ঞানের ভাষায় আজকে সবচেয়ে বড় দিন।

যদিও মেঘের কারণে মাঝে মাঝে বিরতি থাকলেও স্পষ্ট দেখতে পেয়েছেন সকলেই।
। তবে খালি চোখে তো নয়ই, এমনকি কালো চশমা বা এক্স প্লেট দিয়েও দেখা উচিত নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।বলয়গ্রাস দেখতে হলে আগে উত্তর ভারত যেতে হতো।

নদীয়া জেলার ধুবুলিয়ায় কর্কটক্রান্তি রেখা অবস্থিত হওয়ায় বেশ স্পষ্ট দেখা যায়। পশ্চিমবঙ্গপ বিজ্ঞান মঞ্চর সিদ্ধান্ত অনুযায়ী শান্তিপুর সায়েন্স ক্লাব এবারে এই সূর্যগ্রহণ দেখানো থেকে বিরত রয়েছেন।একই টেলিস্কোপে পরপর চোখ লাগিয়ে দেখার প্রবণতা থেকে করোনা সংক্রামিত হতে পারে বলে তাদের অনুমান।
তবে শান্তিপুর পাবলিক লাইব্রেরীর মাঠে’ আজ চক্ষু বিশেষজ্ঞ এবং বিজ্ঞান প্রেমী রাজিব বসু ও তার বন্ধুদের সহযোগিতায় তিনটি টেলিস্কোপে সাধারণ মানুষকে আজকের সূর্য গ্রহণ দেখানোর উদ্যোগ গ্রহণ করেন।

প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করেও কচিকাচাদের সাথে টেলিস্কোপ এর থেকে চোখ সরাননি সাধারণ মানুষও। তবে কুসংস্কার সম্পর্কিত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের আক্ষেপ এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি আমরা।

Leave a Reply