মলয় দে নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুর ব্লকের সাহেব ডাঙ্গা উত্তরপাড়ার গোলাম শেখ, আহাদুল শেখ,দীর্ঘদিন ধরেই দাম না থাকার কারণে আখ বিক্রি করতে পারছিলেন না, অবশেষে অসহায় হয়ে নিজের আখ আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেন বেশকিছু চাষী ।
নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙ্গার জামতলা এলাকার চাষি নিরঞ্জন বিশ্বাস। তিনি প্রায় ৫ বছর ধরে তার নিজের জমিতে আখের চাষ করছেন। এ বছরও তিনি ১৬ কাঠা জমিতে আখ চাষ করেন। কিন্তু টানা ৬ মাস ধরে হাজার চেষ্টা করেও আখ বিক্রি করতে পারেননি। ব্যবসায়ীরা এসে আখের কোন দাম বলছে না। চাষী নিরঞ্জন বিশ্বাসের দাবি, তার এই আখ চাষ করতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়েছে। লাভ তো দূরের কথা খরচের টাকাটা তোলা ও তার কাছে দুষ্কর হয়ে পড়েছিল। কেউ সঠিক দাম বলছিল না । যে কারণে বাধ্য হয়ে তাকে এমন পথ বেছে নিতে হলো। ওই চাষির দাবি সরকার যদি কোনো রকম সাহায্য করে কারণ আখ চাষ করেই তার সংসার চলে। সংসার কিভাবে চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।