মলয় দে, নদীয়া:-শুধুমাত্র খেলার মাঠের মধ্যেই আবদ্ধ থাকলো না শান্তিপুরের মেরিনার্স । মাঠ পেরিয়ে আন্তরিকতায় গড়ে ওঠা শান্তিপুর মেরিনার্স বর্তমানে নিয়মিত সমাজ গড়ার কাজে নিয়োজিত ।
বেশ কিছুদিন আগে এক দুর্ঘটনায় গুরুতর ভাবে অসুস্থ চিকিৎসার কাজে আর্থিক অনুদান হিসেবে পরিবারবর্গের হাতে তুলে দেন নগদ অর্থ। দুর্গাপুজোয বেশ কিছু ব্যানার দেখা যায় শান্তিপুর মেরিনার্সের। এবারে বিজয়ার সম্মেলনে সদস্যরা আর্থিকভাবে পিছিয়ে পড়া বৃদ্ধ-বৃদ্ধা, শিশুদের রেলস্টেশন সহ বিভিন্ন প্রান্তে পৌঁছে গেলেন মিষ্টিমুখ করাতে।
সংগঠনের আগামীর কর্মসূচি হিসেবে একটি বেসরকারি লজে আলোচিত হলো ২৯ শে জুলাই মোহনবাগান দিবস পালন , শীতকালে শীতবস্ত্র প্রদান, কলকাতায় অনুষ্ঠিত খেলা গুলিতে নিয়মিতভাবে সকলে একযোগে যোগদান, সদস্য বৃদ্ধির জন্য সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান সম্পর্কিত নিয়মিত তথ্য পোস্ট এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। উপস্থিত ছিলেন সভাপতি প্রসেনজিৎ সাহা, সম্পাদক প্রবীর গোমস (পাপ্পু ), কোষাধক্ষ্য নবকুমার দত্ত সহ প্রায় এক শতাধিক মোহনবাগান সমর্থক। সবুজ মেরুন বেলুন ,মিষ্টি, আবির, পতাকা ফেস্টুনে ভরে উঠেছিল সমস্ত ক্রীড়াপ্রেমী সমর্থকদের হৃদয়।