অঞ্জন শুকুল, কৃষ্ণগঞ্জ: করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন তারপর আমফান আবার লক অন ওয়ান । দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা, মেলা বন্ধ রয়েছে । নেই কোনো রাজনৈতিক সভা মিটিং মিছিল। ফলে কাজ নেই মাইক লাইট ব্যবসায়ী থেকে এর সঙ্গে জড়িত শ্রমিকরদের।
পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে অনেকেই পেশা পরিবর্তন করেছেন। অনেকেই ঋণের টাকা কিভাবে মেটাবেন বুঝে উঠতে পারছেন না ।
গতকাল জেলা লাইট মাইক অ্যাসোসিয়েশনের কৃষ্ণগঞ্জ ব্লক ইউনিট একটি সভা করে । তাদের আর্জি একটাই তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিক সরকার থেকে রাজনৈতিক নেতারা এই দুঃসময় তাদের কথা অনেকেই মনে রাখেননি বলে তারা আক্ষেপ করেন ।