আন্তর্জাতীক যোগা দিবস পালনে জাতীয় সেবা প্রকল্প

Social

দেবু সিংহ মালদাঃ- আজ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস৷ বর্তমানে এই চূড়ান্ত কর্মব্যস্ততার সময়ে শরীরকে সুস্থ রাখতে গোটা দুনিয়ার শতাধিক দেশে প্রায় নিয়মিত যোগাভ্যাস করেন লক্ষ লক্ষ মানুষ। তাই এই যোগ দিবসে গোটা দেশের পাশাপাশি মালদা জেলার চাঁচলে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। তবে এই বছরের যোগ দিবস একটু আলাদা, মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে যোগা করলেন অনেকেই।

চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে রবিবার সকালে চাঁচল রাজ ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক যোগা শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই যোগা শিবিরে চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনের মুষ্টিমেয় ছাত্র-ছাত্রী দিয়ে এই যোগা শিবির অনুষ্ঠিত হয় ।

এই যোগা শিবিরে উপস্থিত ছিলেন চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ, জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক পার্থ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই দিনের এই যোগা শিবিরে সকলে মাস্ক পরে, ও সামাজিক দূরত্ব বজায় রেখে যোগা করেন।

Leave a Reply