মাধ্যমিকে মেধা তালিকায় দশম হয়ে নওদা যদুপুরের মুখ উজ্জ্বল করল আফরিন খাতুন

Social

দেবু সিংহ,মালদা: একসময় শিক্ষা, সংস্কৃতি সহ প্রায় সমস্ত ক্ষেত্রে পিছিয়ে ছিল কালিয়াচকের নওদা যদুপুর এলাকা। সমাজবিরোধীদের দাপটে শান্তিপ্রিয় মানুষজন বাধ্য হন এলাকা ছাড়তে। তবে প্রায় ছয় বছর আগে থেকে পরিস্থিতিটা বদলাতে শুরু করে। সাধারণ মানুষই প্রতিরোধ গড়ে তোলে । এলাকায় গড়ে উঠতে শুরু করে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়া নওদা যদুপুর শিক্ষাদীক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে পড়ে।

এবারের মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে নওদা জদুপুরের ভাগলপুরের ছাত্রী আফরিন খাতুন। আল আমিন মিশনে থেকে সে পড়াশোনা করে। বাবা মণিরুজ্জামান পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। মা আঞ্জুমানারা বেগম একজন গৃহবধূ।প্রথম থেকেই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল। নিয়মমতো প্রতিদিন আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করত। ভবিষ্যতে ডাক্তার হবে শুনেই এলাকা বাসি খুশি

Leave a Reply