সোশ্যাল বার্তা : করোনার প্রভাবে অনেক মানুষ আজ নিঃস্ব । কেউ কেউ পরিবার নিয়ে বাঁচার তাগিদে পরিবার নিয়ে বাঁচার তাগিদে পেশা পরিবর্তন পরিবর্তন করেছেন ।
নদীয়া জেলার কৃষ্ণনগর নিবাসী স্কুল শিক্ষিকা রিমা সরকার তাঁর পিতার ১৭ তম প্রয়াণ বার্ষিকীতে পিতাকে স্মরণ করলেন পরিযায়ী শ্রমিকদের আজ দুপুরের আহারের ব্যবস্থা করে।
খাবারের তালিকায় ছিলো ভাত,বেগুন ভাজা,মাছ,মিষ্টি, লেবু। কৃষ্ণনগর আনন্দধারা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে আজকের এই উদ্যোগ। তাঁর পিতা ঈশ্বর ভবেশ চন্দ্র সরকার ২০০৩ সালে ডাকবিভাগে কর্মরত অবস্থায় মাত্র ৫২ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। এই প্রসঙ্গে রিমা বলেন, “আজ ১৭ বছর পরে মনে হলো প্রকৃত অর্থে কিছু করতে পারলাম”।
কৃষ্ণনগর আনন্দধারার পক্ষে কেন্দ্রীয় সরকারের কর্মচারী শ্রী রাজু পাত্র জানান,বিশেষ বিশেষ দিনগুলো মানুষ এখন প্রান্তিক মানুষের সাথে শেয়ার করছে, এইভাবে এগিয়ে এলে সমাজের অসহায় মানুষেরা কিছুটা ভালো থাকবে।