সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে হার্ভেষ্টার মেশিন বানালেন কালিয়াগঞ্জের যুবক

Social

রায়গঞ্জঃ জমি থেকে ধান ও গম কাটার জন্য শ্রমিকের অভাব এবং খরচও অনেক বেশি। তার মধ্যে করোনা সংক্রমণ রুখতে লক ডাউন ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার কারণে দিনমজুর শ্রমিকের দেখা নেই। এই পরিস্থিতিতে কৃষকদের জমি থেকে ধান-গম দ্রুত কাটতে কাটতে অভিনব মেশিন বানালেন কালিয়াগঞ্জের সাহেবঘাটার এক যুবক। নাম রেখেছেন ‘আওকন হারভেস্টার’। যুবকের নাম বিষ্ণুপদ রায়।

কোনদিনই কারিগরি প্রশিক্ষণ কোথাও নেননি। তাঁর নেই কোনও ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও। উন্নত প্রযুক্তির কৃষিযন্ত্র তৈরির ইচ্ছা ছিল তাঁর অনেকদিনের। তিনি জানিয়েছেন, এই হারভেস্টারে রয়েছে সাত ফিটের গার্ডার, সাড়ে ছয় ফিটের এক্সেল প্রো ফ্রেশার এবং চেইন ফিডার। এক বিঘা জমির ধান চারজন শ্রমিক দিয়ে কাটতে প্রায় আট ঘণ্টা লাগে। সেখানে এই মেশিনে এক বিঘা জমির ধান কাটতে লাগে বড়জোড় মাত্র ৪০ মিনিট। মেশিনটির দাম পড়ছে মাত্র পাঁচ লাখ টাকা। এত কম দামের মধ্যে এই ধরনের কৃষিযন্ত্র নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন। সাধ ও সাধ্যের মধ্যে এই হার্ভেস্টার অর্ডার করলেই তৈরি করে দেবেন বলেও জানান তিনি ।

 

Leave a Reply