ফি কমানোর দাবিতে ছাত্র বিক্ষোভ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

Social

উত্তর  দিনাজপুর : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি মকুবের দাবিতে আন্দোলন শুরু করলো ছাত্রছাত্রীরা। করোনা আবহে তৈরি অর্থনৈতিক সঙ্কটের সময়ে দু:স্থ ছাত্রছাত্রীরা ভর্তি ফি জোগার করা অসম্ভব সেই বিষয়টি সামনে এনে অবস্থান বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

সোমবার এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার অনিল ভুইমালীর সাথে দেখা করে স্মারকলিপি তুলে দিয়েছেন। ছাত্রছাত্রীরা জানিয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ে বহু দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। লকডাউনের ফলে অনেকের বাবা,মা কাজ হারিয়েছেন। তাই তাদের পক্ষে বিপুল পরিমান ফি দেওয়া সম্ভব নয়।’ পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও ফি কমানো ও ইনস্টলমেন্টের মাধ্যমে ফি জমা দেওয়ার ব্যবস্থা করার দাবি উঠেছে।

Leave a Reply