বাবার মৃত্যু বার্ষিকী পালন প্রান্তিক মানুষদের সহযোগিতার মাধ্যমে

Social

মলয় দে নদীয়া:- একে তো লকডাউনের বাজার,মানুষের কাছে নেই পর্যাপ্ত টাকা।সেই সাথে সাথে সুপার সাইক্লোনে তছনছ মানবজীবন। এরকম এক পরিস্থিতিতে মানব সেবায় ব্রতী হলেন রানাঘাটের সুপ্রিয় বিস্বাস(লালু)।আজ বাবা গোবিন্দ চন্দ্র বিস্বাসের ৫ম মৃত্যু বার্ষিকী। এই বিশেষ দিনে ইচ্ছে ছিল গবীবদের মধ্যে অন্নসেবা দেওয়ার।কিন্তু এত মানুষের জটলা এই সময়ে উচিৎ নয়।তাই সরকারি নিয়ম মেনেই দুঃস্থ পরিবারের হাতে ত্রান তুলে দিলেন ছেলে হিসাবে।

আজ রানাঘাট বড়বাজারে ৬৫০ টি পরিবারের কাছে বেবীফুড, সুজি, আটা, ডাল, তেল,আলু,পেঁয়াজ,বিস্কুট, সাবান,ডিম তুলে দেওয়া হয়। ক্লাব সাগ্নিক সংস্থার পক্ষ থেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গোবিন্দ চন্দ্র বিস্বাসের পুত্রবধূ মৌমিতা বিস্বাস জানান,তার শ্বশুরমশাই লোকেদের মাঝে থাকতে ভালোবাসতেন।

সমাজসেবক মূলক কাজ করতেন।তাই ওঁনার মৃত্যুবার্ষিকীতে দুঃস্থ মানুষের সেবা করতে পেরে তারা খুব খুশি।

Leave a Reply